প্রচ্ছদ

অকেয়া হক জেবু- এর কবিতা “আমি নারী”

  |  ১৮:৫৩, মার্চ ০৮, ২০২২
www.adarshabarta.com

Manual5 Ad Code

আমি নারী
অকেয়া হক জেবু

আমি নারী,আমি সবই পারি।
আমার এক হাতে কলম
আর অন্য হাতে সংসারের চাবি,
এক হাতে আলোর মশাল
আর অন্য হাতে সোনার চুড়ি।

Manual8 Ad Code

আমি নারি, আমি সবই পারি-
কখনো প্রতিবাদী কন্ঠে
আওয়াজ তুলি প্রতিবাদী মিছিলে,
কখনো অধিকার আদায় করি
মায়াজাল চিহ্ন করে।

Manual3 Ad Code

আমি নারী,আমি সবই পারি
ক্লান্ত শরীরে অফিস শেষে
করতে পারি সংসার,আবার
সন্তানের জন্য করতে পারি
মজার মজার খাবার।

আমি নারী আমি সবই পারি
হিমালয় পর্বত করতে পারি জয়
কখনো কখনো মহাকাশ ভ্রমনে
হিয়াকোনে আসে না ভয়।

Manual7 Ad Code

আমি নারী, আমি সাহসী,
আমি প্রতিবাদী,আমি মমতায়ী।
আমি বহুরূপী আমি প্রেমিকা
কখনো স্বপ্নের ঘরে মহারানী।

(এডভোকেট অকেয়া হক জেবু,হবিগঞ্জ জজকোর্ট)

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code