প্রচ্ছদ

প্রফেসর ড. হারুন রশীদ এর করোনা কাব্য-১০

  |  ১৬:৪৩, জুন ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

অসম্পূর্ণ করোনা প্যাচাল

Manual5 Ad Code

প্রফেসর ড. হারুন রশীদ

Manual5 Ad Code

এটা কোনো কাব্য নয়
নামে-শিরোনামে, শব্দে-বাক্যে
যদিও বা তাই,
ভাবে-ভঙ্গীতে, প্রকাশে-প্রকরণে
হতে পারে দার্শনিক কাব্যভাবনা,
অথবা বলা যেতে পারে
কাব্যরূপে দার্শনিক ভাবনার
অসম্পূর্ণ করোনা প্যাচাল।

Manual3 Ad Code

ভাবনার জগতে ভার্চুয়াল মস্তিষ্কে
কাব্যিক মন ঘুরে বেড়ায়
দৃশ্যমান জগতের ভেতরে
অথবা বাইরে-
ভাবনার সীমানা ছাড়িয়ে
দূরে বহুদূরে,
এক অজানা-অজ্ঞেয় অস্পর্শণীয়
বায়বীয় জগতে।

মানুষ কি চিন্তা করে
না কি ভাবে?
মস্তিষ্কের সাহায্যে চিন্তা করে
না কি মন দিয়ে ভাবে?
থাক সেসব দার্শনিক বোঝাপড়া-
পুনরায় ফিরে আসা যাক
কাব্যানুভূতিতে, মনোজগতের ড্রাইভে
কিংবা হৃদয়ের সফটকপিতে।

মেমোরি কার্ডে হ্যাঙ হয়ে
জমে থাকা কত কি যে-
কিছু তার অস্পষ্ট, কিছু দুর্বোধ্য
কিছু যন্ত্রণাদায়ক, কিছু আবার
সুখমিশ্রিত আনন্দানুভূতি,
সব যেন বিস্মৃতির অতলে
তলিয়ে যাওয়া ম্লান স্মৃতি,
এসবকিছু নিয়ে পুনরায় ফেরা যাক
মস্তিষ্কের হার্ডকপির অনুভূতিতে-
অসম্পূর্ণ করোনা প্যাচালে।

অধ্যাপক ও চেয়ারম্যান, প্রফেসর ড. হারুন রশীদ, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code