প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “শহীদের মুখ সূর্যমুখি”

  |  ১৫:২৮, মার্চ ২৫, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

শহীদের মুখ সূর্যমুখি

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual6 Ad Code

ঊষাকালের সূর্যোদয়ের অপরুপ দৃশ্য
পাখির কলরব ফুলের সৌরভ
প্রিয় স্বদেশ আমার

Manual6 Ad Code

জীবনের আঙিনায়
লাল রক্ত গোলাপের ছোঁয়া
কবি খুঁজে শব্দে অবিরত প্রশ্নের সন্ধান

Manual5 Ad Code

স্বদেশের ধূলিকনা স্বর্ণ হয়ে ভাসে চোখে
বাউলের গানে স্বদেশ আত্মার ধ্বনি
শিল্পির তুলিতে আঁকা গণমানুষের চিত্র।

রংধনু প্রজাপতি ওড়ে
সবুজ ঘাসে ফড়িংয়ের লুকোচুরি খেলা
গাছের পাতা নাচের মুদ্রায় হাওয়ায় দোলে।

Manual1 Ad Code

স্বপ্ন চোখে অনুসন্ধান করে
দ্যর ভবিষ্যতের সোনালি সম্ভার দিন
মনকে আলোড়িত করে
আমাদের মুক্তিযুদ্ধ
আমাদের অহংকার
অগণিত শহিদের মুখ
সূর্যমুখি হয়ে ফুটে ওঠে।

নিউইয়র্ক
২৫ মার্চ ২০২১

Manual1 Ad Code
Manual6 Ad Code