প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর কবিতা “উষ্ণতা চাই”

  |  ১৩:১৯, ফেব্রুয়ারি ২৭, ২০২১
www.adarshabarta.com

Manual4 Ad Code

উষ্ণতা উষ্ণতা চাই

Manual8 Ad Code

জেবু নজরুল ইসলাম

Manual5 Ad Code

শুধু চাই তোমার ক্ষণিকের উষ্ণতা

শরতের মাতাল হাওয়া উম্মনা করে মন,

Manual8 Ad Code

হৃদয়ে এখন দারুণ তৃষ্ণা সাগরের মতো,

চিতার অনলে নয় তোমার উষ্ণতায়

পুড়ে ছারখার হতে মনে বড় সাধ,

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

আমার ভেতরে বাহিরে উঠেছে ঝড়

উঠেছে মহাপ্রলয়, বিক্ষুব্ধ সমুদ্রের মতো

আছড়ে পড়ে ঢেউ বুকের ভেতর,

শুধু তোমার একটু স্পর্শ থামিয়ে দিতে পারে

হৃদয়ের এই হাহাকার,

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

তোমার মৃণাল মৃদুল বাহুর আলিঙ্গনে

আমাকে জড়িয়ে নাও, অধরের উষ্ণ

চুম্বনে হৃদয় করে দাও এলোমেলো,

আমার নিঃশ্বাসে আমার বিশ্বাসে

তুমি ছাড়া আর কেউ নাই

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

আমার কল্পনাও তুমি আমার স্বপ্নও তুমি

তুমি আমার বুকের অনন্ত তৃষ্ণা,

আহো-রাত্রি তোমাকে বুকের গোপন গভীরে

ধরে রাখি, তবুও কেন দূরে থেকে শুধু

মায়া বাড়ও, তুমি কি কেবলি বনের পাখি?

এই হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নাই,

Manual7 Ad Code

তাই শুধু তোমার ক্ষণিকের উষ্ণতা চাই।

Manual1 Ad Code
Manual4 Ad Code