সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “শীতটা এলো”
  প্রকাশিত হয়েছে    |  ১০:১৯, ডিসেম্বর ০৩, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    শীতটা এলো
সুফিয়ান আহমদ চৌধুরী
শীতটা এলো সবুজ দেশে
শিশির কণা হাসে
বাউল কন্ঠে দেশের গান
স্বপ্ন রঙে  ভাসে।
শীতটা এলো হাওয়া বয়
কিশোর  দল ছোটে
দুরন্ত কী যে কিশোর দল
হাসির বান ঠোঁটে। 
শীতটা এলো  জাগায় প্রাণে
আনন্দ কত রাঙা
কাজের সাড়া দেশটা জুড়ে
রয় তো দেশ চাঙা।
শীতটা এলো শীতের দিনে
সবুজ শোভা বেশ
রুপের কী যে বাহার ওই
রঙিন প্রিয় দেশ।

 
										