প্রচ্ছদ

ব্যারিষ্টার আব্দুস শহীদের আতিথেয়তা ও অসহায়ের প্রতি ভালবাসা

  |  ১০:৩৯, মে ১৮, ২০২২
www.adarshabarta.com
কে এম আবু তাহের চৌধুরী:
ব্যারিষ্টার আব্দুস শহীদ । গ্লোবাল ল’ সলিসিটারস ফার্মের মালিক ও প্রিন্সিপাল সলিসিটর । হোয়াইট চ্যাপেলে প্রাকটিস করেন । আপীল কেইসে অভিজ্ঞ।
বিশ্বনাথের কৃতি সন্তান । তিনি একজন কবি ও লেখক । ঢাকার পত্রিকায় নিয়মিত লেখেন । একটি কাব্যগ্রন্থ বের হয়েছে। তিনি ইউকে বাংলা প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক । চ্যারিটি কাজ করেন ।নিজ এলাকায় গড়ে তুলছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান ।
গত সপ্তাহে উনার অফিসে একজন ভিকটিম স্বামীর সহায়তা ও পরামর্শের জন্য যাই । স্বামী বেচারা স্ত্রীর ষড়যন্ত্রে এখন জেল হাজতে ।আমার সাথে ছিলেন সাংবাদিক আফসর উদ্দিন । তিনি বিনা ফিতে ভাল সুপরামর্শ দেন ।
এর কিছু দিন আগে জেলে বন্দী এক বাংলাদেশী ছাত্রের জন্য আমি গিয়েছিলাম । তিনি নিজে কেইস না নিয়ে দু’শ পাউণ্ড দিয়ে সাহায্য করেন ।
জনাব আব্দুস শহীদ নির্বাচনী বিজয়ের জন্য আমাদের আপ্যায়িত করেন।
আমাদের সমাজে অনেক সলিসিটর ও ব্যারিষ্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । মানুষের অসহায়ত্বের সুযোগে হাজার হাজার পাউণ্ড নেন । কোন কাজ হয়না ।খারাপ ব্যবহার করেন ।
আজ আমাদের কমিউনিটিতে বাংলাদেশী ব্যারিষ্টার ও সলিসিটরের অভাব নেই । আমরা তাদের নিয়ে গর্বিত ।
আব্দুস শহীদ ভাইয়ের মত আমাদের সমাজে আরো মানবিক আইনজীবির প্রয়োজন।
শুধু অর্থ কামাই নয় ,অসহায় ভিকটিমদের যাতে তারা মানবতার দৃষ্টিকোণ থেকেও সহায়তা করেন ।