প্রচ্ছদ

কানাইঘাটে নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অনুদান বিতরণ

  |  ১৬:৫৭, মে ০৯, ২০২০
www.adarshabarta.com

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি :

নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র রমজানে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিতরণ করেছে নগদ অর্থ। স্হানীয় ৪০ টি পরিবারের প্রত্যেকের মধ্যে ২৫০০ টাকা অনুদান দিয়েছে। এসময় জনসাধারণকে বৈশিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে স্বাস্হ্য বিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল গ্রীনবার্ড কিন্ডার গার্টেনের সভাকক্ষে এ উপলক্ষে শনিবার (৯ মে ২০২০) সকাল ১১টায় এক সংক্ষিপ্ত অনুষ্টান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা ঝিংগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, শিক্ষানুরাগী ও সংগঠক শামসুল আলম, মাষ্টার সামসুদ্দীন, মোহাম্মদ শাহজাহান আহমদ চৌধুরী, আশরাফঊজ্জামান চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত সকলেই ট্রাস্টের বিভিন্ন কর্মসুচীর ভুঁয়সী প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক কর্মসুচী অব্যাহত রাখার জন্য ট্রাষ্টের প্রতিষ্টাতা, যুক্তরাজ্যে কর্মমরত ব্যাংকার আহমদ ইকবাল চৌধুরীর প্রতি অনুরুধ জানান।