প্রচ্ছদ

“কানাইঘাটে আরেক অভিবাবকের চিরবিদায়”

  |  ১৪:০৬, নভেম্বর ২৩, ২০২৪
www.adarshabarta.com

Manual7 Ad Code

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি, Manor Park, London মসজিদের ইমাম  হাফিজ মাওলানা এখলাছুর রাহমানের আব্বা হাফিজ মোহাম্মদ হিফজুর রাহমান সাহেব বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময়  রাত ৮ঃ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন। ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’।

মরহুমের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার চড়িপাডা্ (মাজর ডিহি) গ্রামে।দীর্ঘ দিন থেকে তিনি সিলেট শহরের পশ্চিম পীরমহল্লায় স্থায়ী ভাবে বসবাস করে আসছেন।

Manual5 Ad Code

মরহুম হিফজুর রাহমান একজন কোরআনের হাফিজ, দাঈ, শিক্ষাবিদ, পরহেজগার ও নীতিবান মানুষ ছিলেন, তিনি সিলেট শহরের জালালাবাদ আবাসিক এলাকা মসজিদের ইমাম ও খতিব হিসাবে সুদীর্ঘ ২৫ বৎসর অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। হাফিজ হিফজুর রাহমানের মৃত্যতে  দেশে বিদেশে কানাইঘাট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি জনাব আনিসুল হক, সেক্রেটারী আহমেদ ইকবাল চৌধুরী ও ট্রেজারার ইমাদ উদ্দীন রানা কানাইঘাট এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক, শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছেন এবং মহান আল্লাহ SWT মরহুমকে যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন এই প্রার্থনা করার জন্য কমিউনিটির সকলের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

প্রেস রিলিজ

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code