লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
আদর্শবার্তা রিপোর্ট :
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রয়েল লন্ডন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নাফিজুল হক শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা, গাছবাড়ি বাজারের সাবেক ব্যবসায়ি ফয়জুল হকের ছেলে।
জানা যায়, গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। এক পর্যায়ে পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন সময়ে তিনি ফুড ডেলিভারির কাজে জড়িয়ে পড়েন।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শাকিল। এ সময় একটি প্রাইভেট কারের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ গাড়িটির দরজা খুলে যায়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকলরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে লন্ডন পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে শাকিলকে উদ্ধার করে দ্রুত রয়েল লন্ডন হসপিটালে নেয়া হয়। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
তাঁর মৃত্যুর সংবাদে পরিবার সহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

