প্রচ্ছদ

কানাইঘাট এসোসিয়েশন ইউকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  |  ১৮:১৫, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
www.adarshabarta.com

Manual6 Ad Code

যুক্তরাজ্যের লন্ডন শহরে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে।

গত ২৩ শে ফেব্রুয়ারি রোববার বিকাল ৩ঘটিকার সময় ইষ্ট লন্ডনের দারুল উম্মাহ কেয়ার হাউসে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন হাফিজ ফাহিম আহমেদ।

সংগঠনের সেক্রেটারী আহমেদ ইকবাল চৌধুরী, সহ সেক্রেটারী জাকির এইচ মিল্লাত ও কালচারেল সেক্রটারী মাওলানা মনজুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আনিসুল হক।

Manual5 Ad Code

এতে যুক্তরাজ্যে বসবাসরত শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিলো পবিত্র কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান, বক্তৃতা,গল্প বলা, চিত্রাঙ্কন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে কুইজ এবং বাংলা বর্ণমালা লেখা।

শিশুদের প্রতিযোগীতার বিভিন্ন বিভাগে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন জনাব মাওলানা রফিক আহমদ, জনাব সাব্বির আহমদ চৌধুরী, জনাব ইজ্জত উল্লাহ, প্রফেসর আব্দুল মালিক, মাওলানা আবুল হাসনাত চৌধুরী ও হাফিজ মাওলানা মাহবুবুর রাহমান খান।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম কাউন্সিল অব বৃটেনের ডেপুটি সেক্রটারী জেনারেল জনাব মাসুউদ আহমেদ। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরীতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি কানাইঘাট এসোসিয়েশনের ভুঁয়সী প্রশংসা করেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা যথাক্রমে মাওলানা রফিক আহমদ ও জনাব ইজ্জত উল্লাহ, উপদেষ্টা জনাব সাব্বির আহমদ চৌধুরী, সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ মালিক, সহ সভাপতি সাদেকুল আমিন, সহ সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি শায়খ আবুল হাসনাত চৌধুরি ট্রেজারার ইমাদ উদ্দিন রানা, কমিউনিটি এ্যাকটিভিষ্ট ও মটিভেশন্যাল স্পীকার মিসেস সাজেদা আহমেদ, ইসি মেম্বার আবু সালেহ ইয়াহইয়া, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রাহমান বুলবুল প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা বলেন, বিদেশি ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষাশিক্ষার মাধ্যমে বাংলাদেশের মহান মাতৃভাষা সংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার বিকল্প নেই। এছাড়া প্রবাসে মাতৃভাষা চর্চাকে আরও সুদৃঢ় করতে এবং মাতৃভূমির সঙ্গে পরবর্তী প্রজন্মের সেতুবন্ধ তৈরি করতে নিজের ভাষাশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বক্তারা আগামী দিনে এমন আরো আয়োজনে সংগঠনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Manual7 Ad Code

এসোসিয়েশনের সভাপতির সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে সুস্বাদু খাবার এবং শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বাবল টি পরিবেশন করা হয়।

Manual1 Ad Code
Manual8 Ad Code