প্রচ্ছদ

কানাইঘাট বাজার মনিটরিং করলেন সাংসদ হুছাম্মুদ্দীন চৌধুরী

  |  ২৩:০২, মার্চ ২৭, ২০২৪
www.adarshabarta.com

সিলেট অফিস :
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে কানাইঘাট বাজার মনিটরিং করেছেন।
১৬ মার্চ ২০২৪ (শনিবার) দুপুর ১২টার দিকে সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী দারুল উলূম মাদ্রায় শায়িত আল্লামা মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত শেষে কানাইঘাট বাজার পরিদর্শন করেন। এসময় তিনি সরকারের নির্ধারিত তালিকা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মাছ-মাংস বিক্রি সহ বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্য সম্মত খাবার বিক্রি এবং ওজনে সঠিক দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রমজান মাসে ব্যবসায়ীদের হালাল ভাবে ব্যবসার মাধ্যমে ক্রেতাদের সন্তোষ্টি অর্জন করার জন্য বলেন এবং রমজান মাসে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে বলে জানান।
বাজার পরিদর্শনকালে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজারে জানজট নিরসন এবং ফুটপাতে ব্যবসায়ীদের বিকল্প জায়গায় ব্যবসা পরিচালনার জন্য কামারপট্টি হতে খেয়াঘাট পর্যন্ত সুরমা ডাইকের রাস্তার দাবী জানালে তাৎক্ষণিক সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী সংশ্লিষ্ট উর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ আদায় করে হুছামুদ্দীন চৌধুরী বাজারের ব্যবসায়ী ও মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদের উপর রহমত স্বরূপ রমজান মাস দিয়েছেন যাতে করে তাকওয়া অর্জন করে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। পরষ্পর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কানাইঘাট ও জকিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যে কানাইঘাট বোরহান উদ্দিন সড়কের কাজ শুরু হবে। ৫১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা সেবা চালু করার মাধ্যমে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে কানাইঘাটের প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নের আওতায় নিয়ে আসার পঅশাপাশি বাজার ও মসজিদের উন্নয়ন করার আশ^াস প্রদান করেন তিনি।
এছাড়াও সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের স্থলে সরকারি ভাবে ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে মডেল মসজিদ এর নির্মাণ কাজের অগ্রগতি ও স্থান পরিদর্শন করেন। ১৫ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান। সর্বশেষ তিনি পৌর শহরের ডালাইচরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করে খেলাধূলার উন্নয়নে মাঠের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার আশ^াস প্রদান করেন।
সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরীর সাথে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব এ.কে.এম আহসান উদ্দিন দেওয়ান (ইকবাল), কানাইঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) উজায়ের আল-আদনান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহেমদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কেন্দ্রীয় তালামিজ নেতা ফারহান আহমেদ চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।