প্রচ্ছদ

কানাইঘাট ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বকরের পিতার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

  |  ২২:৩৯, ডিসেম্বর ০৪, ২০২২
www.adarshabarta.com

Manual3 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট :
সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকরের পিতা প্রবীণ মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব, গোয়ালজুর গ্রামের অধিবাসী হাজী আব্দুল জলিল আর নেই।
২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার রাত ১১টায় সিলেট মহানগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। তিনি ছেলে মেয়ে, ভাই বোন, ভাতিজা ভাতিজি, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম হাজী আব্দুল জলিলের নামাজে জানাযা পরদিন ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার বাদ জুম্মা স্থানীয় গোয়ালজুর গাছতলা (জংলা) বাজারে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গাছবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্টায় হাজী আব্দুল জলিল সাহেব ছিলেন একজন নিবেদিত প্রাণ মানুষ। গত কয়েক বছর ধরে তিনি এই মসজিদের কালেকশনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, সময় দিতেন। তিনি গাছবাড়ী এলাকা তথা বৃহত্তর জৈন্তার ১৭ পরগনার একজন মুরব্বি ও সালিশ ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত ছিলেন।

Manual3 Ad Code

শোক ও সমবেদনা প্রকাশ:
মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব, সমাজসেবী হাজী আব্দুল জলিলের মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ জ্ঞাপনকারীরা হলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, আব্দুল মজিদ, মহানগর সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সদস্য সচিব আফসর খান, যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সদস্য চৌধুরী সোবহান আজাদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবি এপিপি আব্দুছ ছাত্তার, কানাইঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি আজমল আলী, সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী, ট্রেজারার ইমাদ উদ্দিন রানা, কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মখলিছুর রহমান, লন্ডন প্রবাসী লেখক প্রাবন্ধিক সাদেকুল আমিন, গাছবাড়ি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (জিডিএ) এর সভাপতি আবুল ফাতেহ, সেক্রেটারি নোমান আহমদ, ট্রেজারার আবুল হারিছ, জিডিএ-এর সাবেক সভাপতি মুজিবুর রহমান, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান সেলিম বুলবুল, সেক্রেটারি নিজাম, সিলেট লেখক ফোরাম সভাপতি নাজমুল ইসলাম মকবুল, আদর্শবার্তা সম্পাদক ও প্রকাশক দেলওয়ার হোসেন সেলিম প্রমুখ।
নেতৃৃবৃন্দ শোক বার্তায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code