প্রচ্ছদ

কানাইঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার

  |  ০৪:৪৩, মে ২২, ২০২২
www.adarshabarta.com

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :

Manual1 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি সদরের শহর এলাকায় কিছুটা উন্নতি হলেও উপজেলার অন্যান্য এলাকার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কানাইঘাট বাজার, উপজেলা প্রশাসনসহ আশপাশ এলাকা ও সড়কে বুধবার (১৮ মে) হাটু পানি ও কোমর পানি বিরাজ করলেও আজ বৃহস্পতিবার ২/৩ ফুট করে পানি কমেছে।

সুরমা নদীর পানি বুধবার বিপদ সীমার ১৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার (১৯ মে) ১১৫ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে, গত তিনদিন পূর্বে সুরমা নদীর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকা দিয়ে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের ফয়জুর রহমানের পুত্র মমতাজগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী হাবিবুর রহমান (৩০) এর ভাসমান অর্ধগলিত লাশ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সুরমা নদীর আন্দুরমুখ বাজারের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, মাছ ধরতে গিয়ে গত ২দিন পূর্বে হাওর এলাকা থেকে নিখোঁজ দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামের ছয়ফুল্লাহ’র পুত্র আব্দুল্লাহ (২৮) এর লাশ বৃহস্পতিবার দুপুরের দিকে ছত্রপুর হাওরের পেকুবিল এলাকা থেকে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

থানা পুলিশের উপস্থিতিতে পানিতে ডুবে নিহত এ দুজনের লাশ তাদের পরিবারের কাছে দাফনের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কানাইঘাট-চতুল সড়কের নাপিতখাল ব্রীজের পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাতনামা এই ব্যক্তি লাশ সনাক্তের জন্য উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

এখনো সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গন কবলিত ডাইক এলাকা দিয়ে এখনো তীব্র বেগে বন্যার প্রভাহিত হচ্ছে যার কারনে গোটা উপজেলার ৯০ ভাগ এলাকা বন্যার পানিতে এখনো তলিয়ে আছে। কানাইঘাট-দরবস্ত সড়কের নীচু এলাকা দিয়ে এখনো বন্যার পানি প্রবাহিত হওয়ায় কানাইঘাট সদরের সাথে সিলেট শহরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

হাজার হাজার বাড়ী-ঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এবং গ্রামীন রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় প্রায় ২ লক্ষাধিক মানুষ পানিবন্ধী হয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন। এখনো অনেক এলাকায় ত্রান সামগ্রী পৌঁছেনি। যার কারনে পানিবন্ধী হয়ে হাজার হাজার মানুষ একপ্রকার অসহায় জীবন যাপন করছেন।

বৃহস্পতিবার সিলেট-৫ আসনের সাংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার বন্যা দূর্গত কানাইঘাটের বানীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিদর্শন করেন। এ সময় জনপ্রতিনিধিরা জরুরী ভিত্তিতে কানাইঘাটে ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরে সরকারি ভাবে আরো বেশী ত্রান সামগ্রী প্রেরনের দাবী জানান। সদর ও পৌর এলাকায় পানি কমার সাথে সাথে পাকা সড়কে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী কম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বানবাসী মানুষ। প্রায় ৩ হাজারের মতো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code