প্রচ্ছদ

কানাইঘাটে ৯ইউনিয়নে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত

  |  ২২:১৪, জানুয়ারি ০৫, ২০২২
www.adarshabarta.com

Manual8 Ad Code

আদর্শবার্তা রিপোর্ট :
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের অপ্রীতির ঘটনা ছাড়াই সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জানুয়ারি ২০২২) অনুষ্ঠিত ভোটের ফলাফলে আওয়ামীলীগ-২, বিদ্রোহী-১, স্বতন্ত্র-৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তমিজ উদ্দিন (নৌকা), ২নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে জমিয়ত সমর্থিত প্রার্থী মাওলানা জামাল উদ্দিন (খেজুরগাছ), ৩নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী মুহিন (মোটর সাইকেল), ৪নম্বর সাতবাঁক ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী আবু তায়্যিব শামীম (চশমা), ৫নম্বর বড়চতুল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মালিক চৌধুরী (আনারস), ৬নম্বর সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আফছার আহমদ চৌধুরী (নৌকা), ৭নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী মাস্টার লোকমান আহমদ (মোটর সাইকেল), ৮নম্বর ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী মাস্টার আবু বক্কর (আনারস), ৯নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়ত সমর্থিত প্রার্থী মাওলানা শামসুল ইসলাম (খেজুরগাছ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code