প্রচ্ছদ

লন্ডনে বর্ণবাদী হামলা, কানাইঘাট এসোসিয়েশন ইউকের নিন্দা

  |  ২০:২৯, জুলাই ১২, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

আদর্শবার্তা ডেস্ক : 

Manual4 Ad Code

পূর্বলন্ডনে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন একজন নিরীহ বাঙালি । পূর্বলন্ডনের কেবল স্ট্রিটে সাইকেল লেনে উনার পাশে থাকা আরেক কৃষ্নাঙ্গ সাইকেল আরোহী বিনা উস্কানিতে প্রথমে খারাপ মন্তব্য করে এবং পরে আক্রমণ করে । গত শনিবার দুপুরে আক্রান্ত হওয়া প্রবাসী বাঙালি জনাব মুক্তাদির চৌধুরীর সাথে আলাপ করে জানা যায় যে উনি মনে করেন একমাত্র উনার পোশাক ধর্মীয় কারণে সে এই আক্রমণ করেছে । সাইকেল লেনে উনার পাশে থেকে প্রথমে সে আইসিস বলে উনাকে উত্তক্ত্য করে এবং পরবর্তীতে আক্রমণ করে । জনাব মুক্তাদির চৌধিরীর মুখে শরীরে আঘাত করে এবং উনি মাটিতে লুটিয়ে পড়েন

Manual1 Ad Code

অন্য পথচারীরা এগিয়ে এসে উনাকে সাহায্য করেন এবং হাসপাতালে প্রেরণ করেনপুলিশ আক্রমণকারী বর্ণবাদী কৃষ্নাঙ্গ লোকটিকে গ্রেফতার করেছে

Manual6 Ad Code

জনাব মুক্তাদির চৌধরীর দেশের বাড়ি কানাইঘাট উপজেলার নং দীঘির পার ইউনিয়নের পূর্ব কুওরের মাটি গ্রামেতিনি লন্ডনের প্রখ্যাত ইসলামী বেক্তিত্ব মাওলানা বশিরুজ্জামান সাহেবের শ্যালকজনাব মুক্তাদির চৌধরী দেশে দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন

ঘৃণ্য এই বর্ণবাদী হামলার নিন্দা জানিয়েছেন ইউকেতে বসবাসরত কানাইঘাটবাসিদের সংগঠনকানাইঘাট এসোসিয়েশন ইউকেরনেতৃবৃন্দ । সংগঠনের প্রাক্তন সভাপতি এডভাইসারি কমিটির সদস্য মাওলানা রফিক আহমেদ , চেয়ারপার্সন জনাব নাজিরুল ইসলাম , সেক্রেটারি মখলিছুর রহমান , ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী এবং সাংগঠনিক সেক্রিটারি ফারুক আহমেদ চৌধুরী সহ কমিউনিটির অনেকে । বিবৃতিতে সকলে এই হামলার নিন্দা জানান এবং গ্রেফতার হওয়া হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে এই ধরণের বর্বর হামলার ঘটনা না ঘটে ।

Manual1 Ad Code
Manual3 Ad Code