কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘কালুর প্রিয় আলু’
  প্রকাশিত হয়েছে    |  ১৭:০৫, অক্টোবর ১৯, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    কালুর প্রিয় আলু
কাজী আ. খ. ম মহিউল ইসলাম
সাদা মাটা কালু’র জীবন
চায় না বেশী কিছু,
ডাল-ভাত আর আলু ছাড়া
খায় না তেমন কিছু ।
আলু এখন ভীষণ ‘গরম’
যায়না তারে ছোঁয়া,
তিন-চার গুণ দাম শুনেই
কানে বেরোয় ধোঁয়া!
‘হঠাৎ করে আলুর বাজার
এত্তো গরম কেনো?’
গবেষকরা ভাবলো বেজায়…
‘রকেট সাইন্স’ যেন!
চললো নিবিড় গবেষণা
সারা-দিন আর রাত
অবশেষে পাওয়া গেল
‘সিন্ডিকেটের হাত!’
কালু বলে ওসব জেনে
আমার কী লাভ হবে?
আমার লাগবে আলু-ভর্তা
সেই খেয়েছি কবে!
‘আলুই যখন পাচ্ছিনা আর
করার কিছু নাই,
সিন্ডিকেটই ধরে আনো
ভর্তা করে খাই!’
(লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।)

 
										