প্রচ্ছদ

অধ্যাপক ডঃ হারুন রশীদ-এর কবিতা ‘করোনা কাব্য’

  |  ১৪:০৬, অক্টোবর ১৩, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

করোনা কাব্য

অধ্যাপক ডঃ হারুন রশীদ

Manual8 Ad Code

আশপাশে করোনা ভাইরাসের
নিঃশব্দ পদচারণা,
আদৃশ্য হাতের দৃশ্যমান আচরণ
বিমূর্ত ভাবনার মূর্ত প্রতিচ্ছবি
চারিদিকে মৃত্যুর মিছিল,
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর বয়ান
‘বাতাসে লাশের গন্ধ’ এর
নতুন প্রতিস্থাপন
‘চারপাশে করোনার গন্ধ’
সারাক্ষণ আক্রান্তের আশংকা,
মানব সভতা আতংকিত
ভীত-সন্ত্রস্ত উদ্বিগ্ন উৎকণ্ঠিত
অস্তিত্বের সংকটের পদধ্বনিতে,
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতির
পুনরাবৃত্তির শংকায়,
কিয়েরকেগার্ড, সার্ত, নিটশের
‘উদ্বেগ, উৎকণ্ঠা, মনস্তাপ
জীবনবোধের অর্থহীনতা আর
শুন্যতা কেন্দ্রিক ভাবনায়,
অস্তিত্বের সংকটের দার্শনিকতার
নব্য রূপের মনস্তাত্ত্বিক সংকটের
প্রতিরূপে, প্রতিধ্বনিতে,
পুরনো পৃথিবীকে বিদায় দিতে
এক নতুন পৃথিবীর আগমন বার্তা
যেন দ্বান্দ্বিকতার নিয়মের
অনিবার্যতার প্রতিফলন,
করোনা পরিচয়ে ভাইরাসের পোশাকে
প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় অথবা
মানব প্রজাতির বিরুদ্ধ আচরণে
যার অশরীরী অথচ সদম্ভ আবির্ভাব,
নিউ নরমাল বা নব্য-স্বাভাবিক নামে
যা চমকপ্রদ সব ভাণ্ডারে মুদ্রিত
যা সদ্য নবজাতকের পরিচয়ে
পূর্বাবস্থার প্রতিস্থাপন রূপে
পঞ্চম শিল্প বিপ্লবের পূর্বাভাস দেয়,
চতুর্থ শিল্প বিপ্লবের
কৃত্রিম বুদ্ধিমত্তাকে পেছনে ফেলে
অস্তিত্বের টিকে থাকার লড়াইয়ে
মানব প্রজাতিকে নতুন ভাবনার
খোরাক যোগায়,
যা অতি যান্ত্রিক অতি প্রাযুক্তিক
নব্য-স্বাভাবিক জীবন-পদ্ধতির
পথে হাঁটতে শেখায়।

Manual1 Ad Code

(অধ্যাপক ডঃ হারুন রশীদ, দর্শন বিভাগ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়)।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code