প্রচ্ছদ

অধ্যাপক ডঃ হারুন রশীদ-এর কবিতা ‘লাল সালাম পাবলো নেরুদা’

  |  ১৬:৪৪, অক্টোবর ১২, ২০২০
www.adarshabarta.com

Manual6 Ad Code

লাল সালাম পাবলো নেরুদা

Manual8 Ad Code

অধ্যাপক ডঃ হারুন রশীদ

Manual3 Ad Code

আজ তেইশে সেপ্টেম্বর
তুমি মৃতুঞ্জয়ী হলে
লাল সালাম তোমায়
প্রিয় কবি পাবলো নেরুদা,
শ্রমিকের স্যাঁতসেঁতে ঘামের গন্ধ
তোমার কবিতার উপজীব্য
যার সাথে একীভূত তুমি
একাকার তোমার কাব্যগাথা,
শ্রমিকের ঘামে ভেজা শরীর
তোমার ইতিহাসের বস্তুগত ভিত্তি,
তাদের দুঃখ-কষ্ট-যন্ত্রণা
তোমার মস্তিষ্কপ্রসূত চেতনা,
শ্রমিকের চোখের ভাষা
তোমার কবিতার পর্যবেক্ষণ,
তাদের জীবন ও জীবনবোধ
তোমার মনোজগৎ-
আবেগ-অনুভূতি-উপলব্ধির মনস্তত্ত্ব,
শৃঙ্খল-মুক্তির শিল্পকর্ম
তোমার কবিতার আধার
শৃঙ্খল ভাঙার বিজ্ঞান
তার আধেয়;
প্রিয় পাবলো নেরুদা
তুমি কবি নও
সভ্যতার কারিগরদের প্রতিনিধি,
তোমার কবিসত্তা মিশে আছে
শ্রমিকের কায়িক শ্রমে,
ঘামে ভেজা আত্মসত্তার গভীরে
রক্তমাংসে, শ্রম-শক্তিতে
প্রজাতি-সত্তা রূপে;
তোমার কবিতা শিল্প নয়
শিল্প-মাধ্যমও নয়
শিল্পীর রং-তুলির আঁচড়,
বিত্তবানের পণ্য নয় তা
মধ্যবিত্তের নান্দনিক বোধও নয়
কাস্তে-হাতুড়ির আত্মকথন;
তোমার কবিতা
তোমার হত্যাকারীর হৃৎকম্পন
সামরিক স্বৈরতন্ত্র আর
সাম্রাজ্যবাদের সমাধিস্তম্ভ,
যাতে মুদ্রিত রয়েছে
শ্রমিকের ঘামে-শ্রমে
মানবতার মুক্তির গান,
নেরুদা তুমি তাদেরই একজন
তোমার কবিতা যাদের শেখায়
বিপ্লবের মন্ত্র,
রণনীতি-রণকৌশল
অভিভাদন তোমায়
শত-সহস্রবার।

Manual8 Ad Code

(লেখক: দর্শন বিভাগ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়।)

Manual1 Ad Code
Manual8 Ad Code