প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘কোন্ জিনিসটি মিষ্টি ?’

  |  ১৪:৩২, সেপ্টেম্বর ২৬, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

কোন্ জিনিসটি মিষ্টি ?

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

Manual8 Ad Code

এই দুনিয়ায় সবার চেয়ে
কোন্ জিনিসটি মিষ্টি?
শিশুর হাসি?ফুলের সুবাস?
রিম ঝিম-ঝিম বৃষ্টি?
কেউবা বলে গুড়, মধু আর
মায়ের স্নেহের দৃষ্টি।

Manual8 Ad Code

কেউবা বলে ওসব জিনিস
ফালতু এক্কেবারে,
তাদের মতে সেকেলেরাই
ওসবের ধার ধারে!

ওদের কাছে মিষ্টি লাগে
টাকা কাঁড়ি কাঁড়ি,
দামি গাড়ি,দেশ-বিদেশে
দশ- বিশটা বাড়ি।

দেশের টাকা লুটছে তারা
এটাই তাদের নেশা,
মানব সেবার নানান ছলে
‘লোক ঠকানো’ পেশা।

এই দেশেরই মানুষ এরা!
ভাবতে অবাক লাগে,
বিপদ-আপদ ঘনিয়ে এলে
অন্য দেশে ভাগে।

Manual5 Ad Code

তারা বোধহয় মানুষই না,
মানুষ রূপী হায়না,
যে নামেই ডাকো তাদের
মান- ইজ্জত যায়না।

‘হায়নাদেরও’ মরণ আছে
ভুলেই থাকে তারা,
শেষ যাত্রায় কেউ যাবেনা
শুন্য দু’হাত ছাড়া!

রইবে পড়ে টাকার পাহাড়
সব অভিশাপ লয়ে,
দাঁড়িয়ে রবে অট্টালিকা
পাপের সাক্ষী হয়ে।

লেখক: সাবেক পরিবার পরিকল্পনা অধিদফতরে মহাপরিচালক।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code