প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা ‘আমার স্ত্রী’

  |  ১৭:২৮, সেপ্টেম্বর ১৭, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

আমার স্ত্রী

Manual6 Ad Code

পার্থ সারথী চৌধুরী

আমার স্ত্রী এই চল্লিশোর্ধ্ব ছুঁই ছুঁই
পঞ্চাশেও বেশ আকর্ষণীয়া
পরমা সুন্দরী না হলেও তার ঠুল পড়া হাসি
নজর কাড়ে সহজে।
আর এনিয়ে তার গর্ব
ভারতীয় নায়িকারা নাকি হাপিত্যেস করে
এর জন্যে
দুর্ভাগ্য আমার আমি কেবল তার ভয়ংকর
সুন্দরই দেখি
ঠুলপড়া সুন্দর আমার চোখ এড়িয়ে যায় অনায়াসেই।
আমার কি দোষ ?
এক বিয়ের রাতে আমি দেখেছিলাম
তিলোত্তমাকে
অসংখ্য তারাকে একে একে ধরে
পুঁতেছিলাম মাটিতে।

Manual3 Ad Code

সময় নাকি ফিকে হয়ে যায় সময়ে
আমি স্মারক ধরে রেখেদিয়েছি ।
ইদানীং
আমার স্মৃতিগুলো বড় দুর্বল
করোনার করুণায় কি না জানিনা
বিষন্নতায় আলপনা আকে।
ডার্কলেডীর রহস্য তো তিনিও ভেদ করতে
পারেন নাই
ভয়ংকর বলেই তো সুন্দর
আমি কোন ছার ?

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code