প্রচ্ছদ

মুহম্মদ আজিজুল হক-এর কবিতা ‘একটন বেদনার ভার’

  |  ১০:৪৯, সেপ্টেম্বর ০৫, ২০২০
www.adarshabarta.com

Manual4 Ad Code

একটন বেদনার ভার

Manual6 Ad Code

মুহম্মদ আজিজুল হক

তুমি চলে গেছো তাই, একটন
ব্যথা বুকে নিয়ে চলি সারাক্ষণ।
তোমাকে ভালোবেসেছিলাম, যেমনি
করে কেউ ভালোবাসে নি কারেও
কস্মিনকালে। বিবিক্ত বিরহে এখন
আমি দেখি তোমার মুখ যেদিকে
রাখি দুটি চোখ; জলে, স্থলে,
কিংবা অরণ্যানীর পাতায় পাতায়;
নিপট আঁধার রাত্রির নিযুত তারায়।

এক কাক-জোছনার হৈমন্তী সাঁঝ রাতে
সেদিন হেঁটেছিলাম পদ্মাপারে, বিহারে;
দেখি, মাথা রেখে ওপারে, শায়িত
জল-শয্যায় একাদশীর চাঁদ;
ঝিরঝিরে ঢেউয়ের অসংখ্য মুকুরে
চাঁদের পাশে ফুটে আছো তুমি, যেন
আরো এক চাঁদ; অগ্ণ্য মূরতি হয়ে।

তোমাকে আমি ভালোবেসেছিলাম
যেমন করে কেউ ভালোবাসে নি
কস্মিনকালে কারেও। ভেবেছিলে তা
ছিল কেবলই ছল। তাই আলেয়ার
আলোর মতো তোমার অঘোষিত
চলে যাওয়া; মরুর মরীচিকার
মতো সহসাই উবে যাওয়া। সেই
থেকেই বয়ে বেড়াই দুর্বিষহ
এই ব্যথার বোঝা।

Manual4 Ad Code

চেয়েছিলাম পদ্মার গভীর জলে
ডুবাতে এ ব্যথার বিশাল পাথর;
যেমনি করে পূজো শেষে
ভক্তরা দেবীরে ডুবায়।
হয় নি তাও আর। তাই আজো
আমি, রাহু কবলিত সূর্যের মতো,
বহি একটন বেদনার ভার!

Manual1 Ad Code

(মুহম্মদ আজিজুল হক
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত)।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code