প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা ‘আগস্ট এলে’

  |  ০৯:৩৬, আগস্ট ১৫, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

আগস্ট এলে

Manual7 Ad Code

এবিএম সালেহ উদ্দীন

Manual7 Ad Code

আগস্ট মাসটি এলে
বুকের পাঁজরে শুরু হয় ধুকধুকানি
সার্কাসের রোগা হরিণের মতো তখন ঝিমুতে থাকি ।
ঘুমকাতুর প্রহরে হাত বুলিয়ে,কে যেন সুর তোলে—
“খোকন সোনা বলি শোন/থাকবে না আর দু:খ কোন
মানুষ যদি হতে পারো”।
স্নিগ্ধ শিশিরে হাতে হাত রেখে,কে যেন টেনে তোলে ।
স্বম্বিৎ ফিরলেই দেখি আকাশ সমান আলোর ঝলক,
স্নিগ্ধতার পরশে হেসে ওঠে মমতার পুষ্পকানন ।
স্মৃতি-স্মারণে’সোনার তরী’তে ভাসমান:
“সেই যে আমার নানা রঙের দিনগুলি”।
আগস্ট মাসটি এলে
নীলিমায় ভাসে শোকের রেনু
রক্তপলাশে জ্বলে আগুনের ফুলকি
তর্জনীর উর্দ্ধমুখে নৃত্যরত সাগরের ঢেউ…
আমি শুনি,মহানায়কের ঝলসে ওঠা কন্ঠস্বর ।
তারুণ্য ঝলমল নক্ষত্রের রাত
বাদ্য-দামামায় ঝংকৃত হয়—
“বলো বীর, চির উন্নত মম শির”
-“কারার ঐ লৌহ কপাট/ভেঙে ফেল কর রে লোপাট”।
আগস্ট এলে
হিংস্রতার ঘাড়ে লাফিয়ে ওঠে নেকড়ে বাঘ
বিষণ্ণতার প্রকোপে কাঁপে বাংলাদেশ ! অন্যদিকে
ক্ষমতার রাজনীতিতে কেউ আঙ্গুল ফুলে কলাগাছ !
ওরা ভুলে যায় গণমানুষ(?),ভুলে যায় মহানায়কের কথা !
আগস্ট মাসটি এলে
নীলিমায় উড়ে ’আসাদের শার্ট’,তেলেমেকাস’,
বর্ণমালা, আমার দু:খিনী বর্ণমালা’ ।
ফাগুন বাতাসের কৃষ্ণচূড়োয় থোকা থোকা দু:খের অক্ষর !
আমি তাঁকাতে পারি না,
যখন
স্তন্যপায়ী শিশুর মুখ থুবরে পড়ে,নাফ নদীর ঘোলাজলে ।
দুর্যোগ,রাক্ষসে বোমা,ক্রোসফায়ারে অশ্রুত মাতৃদেশ
দিগন্তজুড়ে বয়ে যায় ফোরাতের শোণিতধারা !
বেদনায়, ভালোবাসার রৌদ্রকণায়,জন্মভূমির নরম মাটিতে
তবু আমি বর্ণমালার বীজ বুনি । যখন শুনি,
‘কানা মামুদের উড়াল কাব্যে’ ‘পোষা দোয়েলের শিস’ ।
তখন আমি,নয়ন ভরে দেখি বাংলার রূপ ।
বিস্তীর্ণ মাঠের মৌ মৌ গন্ধে অবলোকন করি
“ছোট-খাটো সংসারে গেরুবাজ কপোতের বাসা “।
আগস্ট মাসটি এলে—
“পরানের গহীন ভিতর, কে যেন রুমাল নাড়ে”।
স্মৃতির পালকে ভাসে
‘শ্রাবণে মেঘের দিন’,নুহাশপল্লীর’সবুজ ছায়া’ ।
রোদেলা দুপুরে হাইওয়ের বুক চিরে,
‘উত্তরাধিকার’সূত্রে ধেয়ে যাই
হৃদয়ের সেতারে শুনতে পাই কবিকণ্ঠ—
“দীর্ঘ সরু,পিচ্ছিল রাস্তায়
কত ধাপ ভাঙতে হবে…”
আবছা আঁধারে কানে কানে বলে:
“আমার চম্বুনগুলো পৌছে দাও”
আগস্ট মাসটি এলে—
শরতের লালচে আভায় রক্তাভ মেঘ উড়ে যায়
—বত্রিশ থেকে সারা বাংলায় ।
এই তো জীবন: কিছু শোক,কিছু কান্নার অহরাত্রি
বিষম আঁধারের নি:সঙ্গতায়
এখন আমি কাঁদতেও পারি না !
এই তো জীবন:অশ্রুত বাংলায়
ভেজা বাতাসের গন্ধে সবকিছু সহজ,সবকিছু কঠিণ !
সাদা কফিনে চোখে ভাসে রক্তের দাগ(!)
শীর্ণ ঋতুর ছায়াপথে,রুদ্ধশ্বাসের অশ্রুডানায়
এখনও
সেই মাটি,সেই মানুষ, জনপদের
অনেক কিছু চেনা চেনা লাগে …

Manual1 Ad Code
Manual4 Ad Code