প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা ‘আগষ্ট এলে’

  |  ১৮:২৯, আগস্ট ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

আগষ্ট এলে

সুফিয়ান আহমদ চৌধুরী

আগষ্ট এলে প্রিয় নেতা কাছাকাছি
মনে পড়ে একাত্তরে ঐ কাছে আছি।

Manual6 Ad Code

ত্যাগী নেতা বীর বাঙালির গর্ব তিনি
সারা জীবনটা করেছেন সংগ্রাম যিনি।

মানচিত্র পতাকায় তো তাঁর আছে ঘাম
ইতিহাসে চিরদিন অমর স্বর্ণালি যে নাম।

শেখ মুজিব বঙ্গবন্ধু প্রিয় নেতা বুকে বুকে
লড়েছেন জীবনে ফুটাতে হাসি মুখে মুখে।

Manual1 Ad Code

আগষ্টের পনর তারিখ ভোরে নেতা খুন
নেতা আছেন ঠাঁই বুকে কীর্তি গাঁথা গুণ।

Manual2 Ad Code

চারদিক হয় খাঁ খাঁ আহা! নিঝঝুম কী যে
শুনে চোখ থেকে ঝরে জল চোখ ভিজে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code