প্রচ্ছদ

কাজী শাহেদ বিন জাফর-এর কবিতা ‘কেমনে পোষি ঈদের খুশি’

  |  ১৫:৫৩, জুলাই ৩১, ২০২০
www.adarshabarta.com

Manual1 Ad Code

কেমনে পোষি ঈদের খুশি

কাজী শাহেদ বিন জাফর

Manual1 Ad Code

ঈদের আমেজ জমেনি আজ
করোনাময় ঈদে,
নেই কোলাহল গাঁও শহরে
উদর ভরা ক্ষিধে।

ঈদের বানে বহেনি জোয়ার
স্তব্ধ কোলাহল,
বদ্ধ ঘরেই খোকাখুকির
হারায় মনোবল।

Manual8 Ad Code

দেশের যে হাল বেহাল দেখে
বায়না টাও ভুলে,
করোনা যে কতোই করুন
বিরুপ করে তুলে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code