সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া ‘ বানের জলে ‘
  প্রকাশিত হয়েছে    |  ০৮:৩০, জুলাই ১২, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    বানের জলে
সুফিয়ান আহমদ চৌধুরী
বানের জলে কাড়ছে হাসি
কাড়ছে সুখের মেলা,
অথই জলে নেয় যে খুশি
জীবন দুখের ভেলা।
বানের জলে বেবাক জলে
উধাও কেমন সুখ,
ভাসছে জলে বানের জলে
মনটা জুড়ে যে দুখ।
বানের জলে টেউয়ে কী যে
ভাসছে  সকল বাড়ি,
মুষলধারে ঝরছে বৃষ্টি
ভাসছে জলে যে হাঁড়ি।
বানের জলে দুখির ঘরে
কষ্টের জীবন যায়,
আঁধারে ঢাকা চারদিকেতে
সরল চোখে চায়।

										