সেলিনা মানিক-এর কবিতা
তুমি পারবে
সেলিনা মানিক
বাংলাদেশ—তুমি হেরে যেতে শেখোনি ,
তুমি যুদ্ধ করেছো ভাষার জন্য ,
এনে  দিয়েছো  মাতৃভাষা ।
তুমি  যুদ্ধ  করেছো দেশকে বাঁচাতে ,
তুমিই  এনে  দিয়েছো  স্বাধীন দেশ ।।
পারবে —তুমিই  পারবে ,
এই  মহামারিকে  রোধ  করতে ।।
তাই— এবার  তুমি  দেখিয়ে  দাও ,
বিশ্বকে  জয়  করে  দেখিয়ে  দাও  ।।
আমরা  অপেক্ষা করছি  সেই  দিনটির,
যেদিন  তুমি ভ্যাকসিন আবিষ্কার  করবে।
তুমিই  করতে  পারবে—
জানি  তুমি  হারতে  শেখোনি ।
হাঁটিহাঁটি  পা পা করে,
তুমি  অনেকটা  পথ পাড়  করেছো,
সেই  তুমিই  আজ  —
মাথা  উঁচু করে দাঁড়াতেও শিখেছো ।
কতো যে রক্ত  ঝড়িয়েছো ,
তোমার  শরীর  থেকে ,
তারপরও  তুমি  হেরে  যাওনি ।
তাইতো  তুমি  আমার  দেশ ,
এগিয়ে  যাও  বাংলাদেশ ।।
Salina Manik
NY, USA

										