প্রচ্ছদ

মিজানুর রহমান মিজান-এর কবিতা

  |  ১১:৩১, জুলাই ০৭, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

ভক্তি শ্রদ্ধা লহ

মিজানুর রহমান মিজান

দয়াল তুমি ছাড়া এ জগতে
নাহি কেহ

আমিত্ব বিসর্জিয়া সঁপিলাম মন
প্রাণ দেহ।।

Manual8 Ad Code

জগতে যা দৃশ্যমান, চক্ষে হেরি
যাহা দান

সকলই কুদরতের প্রমাণ,
আরশ কুরছি লৌহ।।

নীল আকাশে চন্দ্র তারা, আলো
বায়ু পানির ইশারা

Manual4 Ad Code

জীন ইনছান হুরপরি ও তারা,
তুমি ভিন্ন নাহি কেহ।।

পিতামাতা জন্মদাতা, সকলেরই
মুল দেবতা

শোধিতে ঋণ নাই ক্ষমতা,
পরলোক আর ইহ।।

Manual1 Ad Code

তরাবে যে রোজ হাশরে, পড়ি
জিকির সদা অন্তরে

Manual5 Ad Code

বিশ্ব সৃষ্টি যার নুরে, সর্ব প্রকার
ভক্তি শ্রদ্ধা লহ।।

তারিখ ৭/৭/২০ খ্রি:।

Manual1 Ad Code
Manual5 Ad Code