মিজানুর রহমান মিজান-এর কবিতা
  প্রকাশিত হয়েছে    |  ১১:৩১, জুলাই ০৭, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    ভক্তি শ্রদ্ধা লহ
মিজানুর রহমান মিজান
দয়াল তুমি ছাড়া এ জগতে
নাহি কেহ
আমিত্ব বিসর্জিয়া সঁপিলাম মন
প্রাণ দেহ।।
জগতে যা দৃশ্যমান, চক্ষে হেরি
যাহা দান
সকলই কুদরতের প্রমাণ,
আরশ কুরছি লৌহ।।
নীল আকাশে চন্দ্র তারা, আলো
বায়ু পানির ইশারা
জীন ইনছান হুরপরি ও তারা,
তুমি ভিন্ন নাহি কেহ।।
পিতামাতা জন্মদাতা, সকলেরই
মুল দেবতা
শোধিতে ঋণ নাই ক্ষমতা,
পরলোক আর ইহ।।
তরাবে যে রোজ হাশরে, পড়ি
জিকির সদা অন্তরে
বিশ্ব সৃষ্টি যার নুরে, সর্ব প্রকার
ভক্তি শ্রদ্ধা লহ।।
তারিখ ৭/৭/২০ খ্রি:।

										