প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া

  |  ১২:২৬, জুলাই ০২, ২০২০
www.adarshabarta.com

Manual5 Ad Code

নতুন ভোর নতুন সূর্য

Manual6 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual2 Ad Code

চায়ের দেশে সবুজ দেশে
মনটা যায় ফিরে,
আনন্দ জাগে মনেতে জাগে
অনেক স্বপ্ন ঘিরে।

পরম মায়া পরম ছায়া
সবুজে প্রাণ হাসে,
চায়ের পাতা সবুজ পাতা
মধুর স্বপ্ন ভাসে।

Manual8 Ad Code

মনটা খুলে যায় তো খুলে
চায়ের দেশ মিষ্টি,
প্রকৃতি সাজে রঙিন সাজে
সবুজে কাড়ে দিষ্টি।

নতুন ভোর নতুন সূর্য
আলোর বান রাঙা,
খুশিতে মন উঠছে মেতে
মনটা হয় চাঙা।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code