সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া
  প্রকাশিত হয়েছে    |  ১২:২৬, জুলাই ০২, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    নতুন ভোর নতুন সূর্য
সুফিয়ান আহমদ চৌধুরী
চায়ের দেশে সবুজ দেশে
মনটা যায় ফিরে,
আনন্দ জাগে মনেতে জাগে
অনেক স্বপ্ন ঘিরে।
পরম মায়া পরম ছায়া
সবুজে প্রাণ হাসে,
চায়ের পাতা সবুজ পাতা
মধুর স্বপ্ন ভাসে।
মনটা খুলে যায় তো খুলে
চায়ের দেশ মিষ্টি,
প্রকৃতি সাজে রঙিন সাজে
সবুজে কাড়ে দিষ্টি।
নতুন ভোর নতুন সূর্য
আলোর বান রাঙা,
খুশিতে মন উঠছে মেতে
মনটা হয় চাঙা।

										