প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা

  |  ১০:৩২, জুন ১৯, ২০২০
www.adarshabarta.com

Manual7 Ad Code

নিরালোক পুরী

অকেয়া হক জেবু

Manual6 Ad Code

নিরালোক পুরীতে মৃত্তিকার দেয়ালে-
হবে আদমের চিরস্থায়ী নিধান,
সৃষ্টির রঙ্গের লীলায় মত্ত হয়ে
পাপকার্যে ভাব আদান প্রদান।
প্রোজ্বল কায়া মিলিত হবে-
নির্বাক মৃত্তিকার বক্ষঃস্থলে,
থাকবেনা দম্ভ,অনল শিখায়-
পরবে মাংসপেশী গলে।
বিষাক্ত কীট করবে ভোজন
আদমের প্রোজ্বল দেহযষ্টি,
নির্মূল হবে মৃত্তিকায় দেহাবশেষ
যেই মৃত্তিকায় মানব সৃষ্টি।
ভীতিপদ হবে প্রতিটা ক্ষন
হবে নরকের তিগ্ম অনলে,
তীক্ষ্ন আর্তনাদে নির্মিয়মান হবে
পরপারের নরকের পৃষ্টতলে।
এই চিত্ত দিয়ে যায় নাড়া-
শুনে নরকের অবিতব প্রেক্ষাপট,
আমোদ-প্রমোদে ব্যাস্ত ধরায়,
প্রতীক্ষায় নরকের ছায়াহীন বট।
রঙ্গের ধরায় মত্ত আদম-
হয়ে আছে সিক্ত রসাতলে,
নিরালোক পুরীতে মৃত্তিকার দেয়াল,
গেছে সৃষ্টির আদম ভূলে।
নির্বাক মৃত্তিকায় চির সুপ্তি-
প্রতিক্ষায় নিরালোক পুরী,
সৃষ্টির রঙ্গের তুচ্ছতাচ্ছিল্যে না মেতে
ইসলামি সঁজীবনী গড়ি।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code