প্রচ্ছদ

রাজলক্ষী মৌসুমী-এর কবিতা

  |  ০৮:০০, জুন ০১, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

অনুভূতিতে তোমায় চাই

রাজলক্ষী মৌসুমী

Manual2 Ad Code

তুমি অদৃশ্য, তোমায় ছুঁতে পারি না কিন্তু
তোমায় অনুভবে পাই। এখনি তোমাকে
প্রয়োজন।
প্রতিক্ষণ তোমার অকৃপণ সমীরণে নতুন
জীবন দিতে পারো।
তোমার খেয়াল খুশী মতো তুমি আমাদের
অনুভবে আসো।
মানসিক জীবনের ছন্দপতনে তোমার
নিজস্বতার খর্ব হয়েছে।
শহরের ইট পাথরের দালান কোঠায়
তোমার স্বাধীনতাকে হারিয়েছো।
যখন দিয়েছো আমাদেরে পরিপূর্ণ করে,
নিতে পারিনি সগৌরবে।
এখনি সময় অক্সিজেন নেবার। কিন্তু হায়
তুমি অনেক বদলে গেছো।
তুমি অসময়ে বিরাজ করো।
প্রতিমুহূর্তে এখন তোমায় প্রয়োজন।
এখন সূর্যস্নানের আশায় আমরা ব্যাকুল
আর তুমি বারিধারায় অঝোরে প্লাবিত
হচ্ছো।
এতো ঢলাঢোলি, এতো মাখামাখিতে, সামাজিকতায় আবেগিক মনের গতি
নোনা জলে, লেচ্ছ স্হানে ধাবিত করেছি
সবাই।
আমরা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে গড়েছি সাধের বাসস্থান,কল কারখানা।
চারদেয়ালের বন্দীশালায় আমি, আমরা,
সবাই আজ স্থবির, নির্লিপ্ত, মানসিক
অবনতির শিকার।
গাছে গাছে কতো ফুল ফল জন্ম
দিচ্ছো, নতুন পাতার সমীরণে প্রকৃতি তুমি
আজ অষ্টাদশী।
আর এদিকে আমরা বিশুদ্ধ অক্সিজেনের পরিবর্তে বৈদ্যুতিক অক্সিজেন সানন্দে
গ্রহন করছি।
ছুঁয়ো না ছুঁয়ো না তিন ফুট দুরত্ব নিয়েই আমাদের জীবন হলো শুরু।
এক জীবনে সব সুখ নিলে কী হবে?
তাইতো
সুখের ভাই “দুঃখের সাথী” “করোনা
ভাইরাস” আমাদের এখন চলার পথের
সাথী।।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code