প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর *সময়ের ছড়া*

  |  ২২:৩৬, মে ১৭, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

নেইতো খুশি নেইতো হাসি

সুফিয়ান আহমদ চৌধুরী

থমকে গেছে জীবন চাকা
থমকে গেছে বিশ্ব,
করোনা আনে মরণ ছোবল
বিশ্বটা হয় নিঃস্ব।

Manual1 Ad Code

ঘরের মাঝে বন্দি জীবন
কাটছে কত দুখে,
নেইতো খুশি নেইতো হাসি
রোজটা কালো মুখে।

Manual5 Ad Code

কেমন করে বাঁচবে জীবন
পথটা খুঁজে খুব,
বিশ্বটা জুড়ে ভাবনা বাড়ে
ভাবনা মনে ডুব।

Manual5 Ad Code

ওলট পালট করে বিশ্ব
করোনা রোগ কী যে,
নিরব হয় বিশ্বটা সারা
চোখটা শোকে ভিজে।

নিউইয়র্ক, আমেরিকা
১৫ মে ২০২০।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code