শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘সাহসী বীর’
প্রকাশিত হয়েছে | ১৩:২৫, সেপ্টেম্বর ০৪, ২০২৫
www.adarshabarta.com
”সাহসী বীর”
শিহাবুজ্জামান কামাল
(বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে লেখা)
বঙ্গবীর জেনারেল ওসমানী
অনেক সুনাম তাঁর
তিনি হলেন দেশ ও জাতির
চির অহংকার।
রনাঙ্গোনে তিনি ছিলেন লড়াকো সৈনিক
তাঁর সুনাম খ্যাতি আছে
আজো দিকবিদিক।
একাত্তরের ভয়াল যুদ্ধের
ইতিহাসটা জানি
যার নেতৃত্বে বিজয় এলো
ঘুছলো জাতির গ্লানি।
নয় মাসের যুদ্ধ ছিল
পাক সেনাদের সাথে
অবশেষে পরাজয় হয়
মুক্তিকামির হাতে।
সোনার বাংলা স্বাধীন হলো
পেলাম নতুন দেশ
কিন্তু আজো দেশের ভেতর
অশান্তির নেই শেষ।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক
ওসমানী নাম যার
তাঁর মতো এক সাহসী বীর
আজ দেশে দরকার।
লন্ডন:১ সেপ্টেম্বর ২০২৫ইং