প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘আগুন জ্বলে’

  |  ২১:১৩, ডিসেম্বর ৩০, ২০২৪
www.adarshabarta.com

Manual8 Ad Code

‘আগুন জ্বলে’

শিহাবুজ্জামান কামাল

 

সচিবালয় হঠাৎ করে

কেন আগুন জ্বলে

Manual8 Ad Code

এ ইস‍্যুতে মিডিয়া জুড়ে

তুমুল  লড়াই  চলে।

 

স্পর্শ কাতর এলাকাতে

এমন বিপর্যয়

দ্রুত যেন রহস্যটা

উদঘাটিত  হয়।

 

জরুরী সব নথিপত্র

পুড়ে হল চাই

এর পিছনে ষড় যন্ত্রের

গন্ধ খোঁজে  পাই।

 

দেশের ভেতর বিশৃঙ্খলা

সৃষ্টি করে ত্রাস

একে একে সব দুর্নীতি

হচ্ছে  সবি ফাঁস।

 

রক্তক্ষয়ী বিপ্পবের পর

Manual6 Ad Code

স্বাধীন হলো দেশটা

দেশ গঠনে কঠোর হতে

থাকুক সবার চেষ্টা।

 

Manual7 Ad Code

অগাস্টের ঔ গণবিপ্লব

যারা দিল প্রাণ

ইতিহাসের পাতায় তাঁদের

থাকবে অবদান।

Manual3 Ad Code

 

লন্ডন: ২৮শে ডিসেম্বর ২০২৪ইং

Manual1 Ad Code
Manual4 Ad Code