প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘একটু ভাবি’

  |  ১৫:৫২, ডিসেম্বর ২২, ২০২৪
www.adarshabarta.com

Manual2 Ad Code

‘একটু ভাবি’

Manual6 Ad Code

✍️ শিহাবুজ্জামান কামাল

কার কখন কি হবে যে

জানি কী কেঊ আর

সহসা যে কত স্বপ্ন

ভেঙ্গে হয় চুরমার।

 

হৃদয় জুড়ে ভাবনা শত

আকাশ ছোঁয়া ভাব

অজানা ঝড় হঠাৎ এসে

সব করে দেয়  সাফ।

 

স্বার্থ মোহ দ্বিধা দ্বন্দ্বে

লিপ্ত সারাক্ষণ

বিদায় বেলা কেউ পাবেনা

অতি আপনজন।

Manual1 Ad Code

 

এক পলকের নেই ভরসা

ভাবিনি এক বার

Manual8 Ad Code

কৃত কর্মের সকল হিসাব

দিবো যে সবার।

 

ফেতনা ভরা এই দুনিয়ায়

Manual8 Ad Code

শান্তি পালায়  দুর

আজো ভেসে আসছে কত

ব‍্যথা  কান্নার সুর।

 

আল্লাহ্ তুমি সুমতি দাও

বান্দাহ্ গোনাহগার

মরন বেলার কঠিন সময়

কেমনে হবো পার!

 

লন্ডন:২০ ডিসেম্বর ২০২৪ইং

Manual1 Ad Code
Manual2 Ad Code