প্রচ্ছদ

গিয়াসউদ্দিন আহমদের কবিতা আমার উন্মাদনা অপ্রতিরোধ্য

  |  ১৪:৩৫, মার্চ ১৬, ২০২৩
www.adarshabarta.com

Manual8 Ad Code

আমার উন্মাদনা অপ্রতিরোধ্য

গিয়াসউদ্দিন আহমদ

Manual5 Ad Code

 

অনন্ত সাগরের পারে দাঁড়িয়ে আমি

জীবনকে দেখিতে পাই।

এ জীবন, জীবন তো নয়

এ যেনো এক মহাসমুদ্র।

 

জীবনের সব কটি পথ আমাকে

হাতছানি দেয়, আমাকে আগলে রাখে

Manual1 Ad Code

আমি বিস্মিত, আমি পথহারা

আমি ভাসমান সমুদ্র।

 

কোথা থেকে এলাম আমি

কোথায় আমার গন্তব্য?

সীমাহীন পথচলায় আমি বড্ড ক্লান্ত।

পথ চলতে কোথাও নেই আমার মানা

আমার শক্তিই আমার উন্মাদনা।

 

একজন বলছিলো আমাকে

কবিতা না লেখার জন্য

তা আমি পারিনি, কারণ কবিতা

আমাকে ঘুমোতে দেয়নি।

 

কবিতা আমাকে হাতছানি দিয়ে ডাকে

আমাকে বলে এগিয়ে যাও জীবনের পথে।

কারো পানে থাকাবার সময় নেই তোমার

কারণ, আমি তোমাকে চাই

তুমিই তো আমার।

 

তোমার মাঝে আছে প্রেম, মানবতায়

সিক্ত তুমি, তুমিই বৈষম্যহীন সমাজ।

মনুষ্যত্ব বিবেচনায় তুমি শ্রেষ্ট

তোমাকে ঘৃণা করে যে সে নয় আমার

Manual8 Ad Code

তুমি সর্বজ্ঞ মহান স্রষ্টার।

 

Manual5 Ad Code

তোমার মাঝে আছে করুণা

অকুন্ঠ স্নেহ মমতা আর ভালোবাসা।

জীব প্রেমে তুমি উন্মাসিক-মাতাল

স্রষ্টার ছায়া তোমাকে রেখেছে আচ্ছাদিত

করে, তুমি অপ্রতিরোধ্য।

 

১১.০৩.২০২৩

Manual1 Ad Code
Manual6 Ad Code