প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা ‘ব্রিটেনের রাণী’

  |  ২০:৩৫, সেপ্টেম্বর ০৯, ২০২২
www.adarshabarta.com

Manual8 Ad Code

‘ব্রিটেনের রাণী’
শিহাবুজ্জামান কামাল

Manual8 Ad Code

অকস্মাৎ চলে গেলেন
ব্রিটেনের রাণী
বিদায়ে শোক নামে
সর্বত্র জানি।

Manual3 Ad Code

সত্তর বছর ছিলেন
নিজ সিংহাসনে
শ্রদ্ধা সম্মান জানায়
দেশের জনগনে।

গৌরবের স্বাক্ষর রাখে
তাঁর শ্বাসনামল
দেশ গড়ার কাজে রাণীর
ছিল মনোবল।

Manual8 Ad Code

মানবতার তরে রাণী
করে গেছেন কাজ
উপকৃত হয়েছিল
জাতি ও সমাজ।

রেখে গেলেন রাণী তাঁর
হাজারো স্মৃতি
বণাঢ‍্য জীবনের
সব হলো ইতি।

Manual4 Ad Code

প্রিন্স চার্লসের হাতে এলো
রাজ‍্যের ভার
পথ চলা আগামীর
শুভ হোক তাঁর।

লন্ডন, ৯ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি

Manual1 Ad Code
Manual6 Ad Code