প্রচ্ছদ

শিহাবুজ্জামান কামাল-এর কবিতা “বানভাসিদের জন্য”

  |  ১৬:৩৭, জুন ১৮, ২০২২
www.adarshabarta.com

Manual3 Ad Code

বানভাসিদের জন্য
শিহাবুজ্জামান কামাল

পাহাড়ি ঢল নামলো আবার সিলেট হলো তল
মুশলধারে বৃষ্টি ঝরে
বাসা বাড়ি তল।

পানিবন্ধি মানুষেরা
ভীষণ অসহায়
একটু খানি মাথা গোঁজার
ঠাই না কোথাও পায়।

Manual3 Ad Code

পাল্টে গেল আজকে জানি
দেশের দৃশ্যপট
সর্বত্র যে দেখা দিল
মহা এক সংকট।

Manual6 Ad Code

আমরা যারা নিরাপদে
ভাবতে হবে আজ
অসহায়ের সাহায্যার্থে
করতে হবে কাজ।

Manual7 Ad Code

বানভাসিদের মুসিবতে
আল্লাহ্ রহমন
তোমার কৃপায় এই বিপদে
দাওগো পরিত্রাণ।

লন্ডন,
১৮ জুন ২০২২ইং

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code