প্রচ্ছদ

অকেয়া হক জেবু-এর কবিতা “অপেক্ষা”

  |  ১৪:২০, মে ১৭, ২০২২
www.adarshabarta.com

Manual7 Ad Code

অপেক্ষা
অকেয়া হক জেবু

অক্ষিকোনে হাজারো স্বপ্ন
বৃষ্টির জলধারার মত ঝরে যায়।
শুভ্র মেঘের ভেলায় চড়ে-
রংধনুর সাত রং নিয়ে ফিরে আসবে
বসন্তের বাহারি পুষ্পের মনোহরিতে
আমার আলয় জুড়ে।

Manual8 Ad Code

আমি স্বপ্নবিলাসী রাজকন্যা,
বিশাল নীলিমার নীলে-
বিভোর হয়ে আছি প্রতিটাক্ষণ
আবদ্ধ স্বপ্নের মায়াজালে।।

Manual4 Ad Code

দিনমনি ফুটে ওঠবে একদিন
কৃষ্ণ মেঘের আড়ালে –
হিয়াকোনের হাজারো স্বপ্ন
পূরন হবে মন বলে।

গভীর অমনিষা কেটে
উষার আলোয় রাঙা প্রভাত
এ যেন শুধু সময়ের কাছে
সময়ের প্রহর গুনা।

হাতছানি দিয়ে ডাকছে
ঔ স্বপ্নের তরী কেয়া ঘাটে,
আর কিছুটা সময় অপেক্ষা,
অপেক্ষা শুধুই অপেক্ষা
স্বপ্নের মায়জালে।

Manual4 Ad Code

(এডভোকেট অকেয়া হক জেবু, হবিগঞ্জ জজকোর্ট)

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code