প্রচ্ছদ

জেবু নজরুল ইসলাম-এর কবিতা ‘অতৃপ্ত মন’

  |  ১৪:৩৩, এপ্রিল ২৮, ২০২১
www.adarshabarta.com

Manual2 Ad Code

অতৃপ্ত মন

Manual3 Ad Code

জেবু নজরুল ইসলাম

প্রতিদিন সোনালি বিকালে তোমার জন্য
প্রতিক্ষায় থাকে মন,
বুকের নিতলে উথলে উথলে উঠে
রাগ ভৈরবীর সুর,
ময়ূরীর মতো পেখম মেলে
ছুটে চলি সপ্তাকাশে,
মনে হয় না এই জনমে
তোমার জন্য অপেক্ষার হবে শেষ।

নির্ঝরের ছন্দ একদিন জানি থেমে যাবে
তেমনি থেমে যাবে পাখিদের কলতান,
হিমালয় গলে হবে বরফের নদী,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।

Manual5 Ad Code

হয়তো একদিন রজনীগন্ধা ছড়াবে না সুরভী
মাধবী লতা খাবে না বাতাসে দোল,
প্রত্যূষে যাবে না শুনা পাখিদের কূজন
আসবে না বসন্ত আর আমার ভুবনে,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।

Manual7 Ad Code

একদিন নিষ্প্রভ হবে কোজাগরী চাঁদ
সূর্যের রশ্মিতে থাকবে না প্রচণ্ড উত্তাপ,
সুনীল আকাশ হবে বিবর্ণ
প্রাণহীন জুঁইয়ের মতো,
তবুও তোমার জন্য অপেক্ষায়
থাকবে এই অতৃপ্ত মন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code