প্রচ্ছদ

করোনা কাব্য- ৬

  |  ১৮:২৮, এপ্রিল ১১, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

মুখোশের আড়ালে

Manual6 Ad Code

অধ্যাপক প্রফেসর ড. হারুন রশীদ

প্রকৃতিতে রূপান্তর ঘটে চলেছে
অস্বাভাবিক দ্রুততায়
বৈশ্বিক উষ্ণতায় কিংবা জলবায়ু পরিবর্তনে
মানুষের খেয়ালখুশির স্বেচ্ছাচারিতায়,
আচরণ বদলাচ্ছে করোনাকুল
অদৃশ্য আচ্ছাদনে বহুরূপে আবির্ভূত হয়ে-
নিউ-নরমাল পোশাক ছেড়ে
অতি নিউ-নরমাল খোলসে।

Manual7 Ad Code

চারিদিকে আছড়ে পড়েছে বাধাহীনভাবে
দ্বিতীয় ঢেউয়ের উজান স্রোত,
মানব প্রজাতি আজ ভেসে চলেছে
অজানা-অচেনার পথে,
নানা রঙের করোনা টিকা
অথবা নানা স্বাদের
হার্বাল দাওয়াইরূপী খড়কুটো ধরে
টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ।

Manual2 Ad Code

দ্বিতীয় ঢেউ ছাড়িয়ে
তৃতীয় ঢেউয়ের অজানা আশঙ্কায়-
আবেগ-অনুভূতির সবটুকু আজ
ঢাকা পড়েছে মুখোশের আড়ালে,
স্বাস্থ্যবিধির কঠোরতায় কিংবা
সামাজিক দূরত্বের অসামাজিকতায়,
সঙ্গনিরোধের নিসঙ্গতায়
অথবা মুখোশের দমবদ্ধতায়।

করোনাকালীন উল্লম্ফনধর্মীতায়
রূপান্তরের অলিগলি পেরিয়ে
প্রকৃতি আজ ছুটে চলেছে
বিবর্তনের আঁকাবাকা পথে,
অনুভূতিগুলো সেখানে অব্যক্ত থেকে যায়
মুখোশের আড়ালে, যা কিছু ব্যক্ত-
কেবল ভার্চুয়াল সুরে, ডিজিটাল ছন্দে
প্রাযুক্তিক নৃত্যের তালে।

Manual1 Ad Code

লেখক: অধ্যাপক ও চেয়ারম্যান, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Manual1 Ad Code
Manual4 Ad Code