প্রচ্ছদ

পার্থ সারথী চৌধুরী-এর কবিতা “মাকড়সার জাল”

  |  ১৩:০৫, এপ্রিল ০৫, ২০২১
www.adarshabarta.com

Manual3 Ad Code

মাকড়সার জাল

পার্থ সারথী চৌধুরী

Manual8 Ad Code

আমার সাদা রঙে রং করা ঘরের কোনায়
আট পা আঠারো হাটুভাজ প্রাণী মাকড়সা
অনন্য শৈল্পিক এক জাল বানিয়েছে
সুক্ষ মায়ার বুননে শিকারের ফাদ
ত্রিকোণমিতির ছক মেপে সাজানো
কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত ক্রমপ্রসারমাণ।
জালের কেন্দ্রে বসে মাকড়সা হালকা বাতাসে
দোল খায় জালের কিনারায় আটকে পড়া
মশা মাছি ফরিঙ ধরে নিয়ে আসে কেন্দ্রে
ছেড়া জাল অবিকল মেরামত করে
আবার বসে থাকে স্হির অপেক্ষা করে।
আমি আরামে শোয়ে সজাগ ঘুমে পড়ে
আপন মনে সুস্হির স্বপ্নের জাল বুনি।
জাল বুনে বুনে
কত রুই কাতলা মৃগেল ধরা পড়ে জালে
আঁশহীন পাবদা অবিচল বেরিয়ে যায়।
কখনো বা নরম রোদে গা এলিয়ে বসে
সুক্ষ চিন্তার বুননে শিকারের জাল বুনি।
মানুষ প্রতিনিয়ত বুনে অভিলাষ জাল
নিজে আটকে আছে পড়ে কার অদৃশ্য জালে
বেমালুম ভুলেই আছে সে কথা।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code