প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা “স্বাধীনতা তুমি এনে দিলে সোনার বাংলাদেশ”

  |  ১৫:৫৬, মার্চ ২৬, ২০২১
www.adarshabarta.com

Manual1 Ad Code

“স্বাধীনতা তুমি এনে দিলে
সোনার বাংলাদেশ”

Manual3 Ad Code

রাজলক্ষ্মী মৌসুমী

Manual1 Ad Code

স্বাধীনতা তুমি দিয়েছো একটি নতুন লাল সূর্য।
দিয়েছো সস্তি, সুখ আনন্দ।
স্বাধীনতা তুমি রক্তঝরা
জয়ের কেতন।
স্বাধীনতা তুমি লাল সবুজের মানচিত্রে ঐকতানের বসন।
স্বাধীনতা তুমি পদ্মা, মেঘনা,যমুনায় রক্তে বহমান জয়ের
আনন্দ ধারা।
স্বাধীনতা তুমি আমার পঁচিশে মার্চ এর ভয়াল রাতের রাত জাগা পাখী।
তুমি ধারণ করেছো সাত কোটি মানুষের হৃদয় নিঙড়ানো ভালোবাসার রক্তের প্লাবন।
স্বাধীনতা তুমি আনন্দের জয়ধ্বনি।
তুমি আমাদের
আবাল, বৃদ্ধ বনিতার সংযমী ধৈর্যশীল যোদ্ধার আত্মপ্রকাশ।
স্বাধীনতা তুমি কেবলি দিয়েছো সীমাহীন প্রগাঢ় প্রচেষ্টার কষ্টার্জিত সফলতা ছিনিয়ে আনার চাবিকাঠি।
স্বাধীনতা তুমি গোঁধূলির লাল সূর্যের ফসলের সবুজ মাঠ।
স্বাধীনতা তুমি রাখালিয়া বাঁশরীর সুরের রাগিণী।
স্বাধীনতা তুমি বাংলার
বেষ্টনীর প্রহরী।
স্বাধীনতা মানে প্রতিটি বাঙ্গালীর অন্তরের অন্তস্থলে চির জীবন্ত পতাকা।
স্বাধীনতা তুমি পঁচিশে মার্চ ভয়াল রাতের স্মরণীয়
আলোকবর্তিকা।

Manual1 Ad Code
Manual7 Ad Code