প্রচ্ছদ

সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “ভাষার মাসে ভাষার গানে”

  |  ২৩:৪২, ফেব্রুয়ারি ২০, ২০২১
www.adarshabarta.com

Manual5 Ad Code

ভাষার মাসে ভাষার গানে

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual6 Ad Code

কিচির মিচির ডাকছে পাখি
মধুর সুরে সুরে
শিশির কণা ইলিক ঝিলিক
মনটা সুখে জুড়ে।

Manual1 Ad Code

দীঘির জলে শাপলা শালুক
রঙিন ছবি আঁকে
রবির আলো ছড়িয়ে আলো
বাঁশ ঝাড়ের ফাঁকে।

Manual5 Ad Code

মায়ের মায়া খুঁজছে খোকা
আদরে বুকে রয়
আপন ভাষা মুখে যে ফুটে
হারায় দুঃখ- ভয়।

ভাষার মাসে ভাষার গানে
মনটা টানে খুব
শিমুল- পলাশ ছড়ায় রঙ
ভাবনা মনে ডুব।

Manual5 Ad Code

পাপড়ি হাসে শিশির ভেজা
ফুল বাগানে হাসে
ফাগুন দিনে ভায়ের ছবি
সবার চোখে ভাসে।

রক্ত জবার রঙের মেলা
ওই ফাগুন দিনে
ভায়ের রক্তে ভাষার জয়
বিশ্বটা জুড়ে চিনে।

Manual1 Ad Code
Manual7 Ad Code