প্রচ্ছদ

এবিএম সালেহ উদ্দীন-এর কবিতা “শূন্যতার বিষাদে”

  |  ২২:০২, জানুয়ারি ৩১, ২০২১
www.adarshabarta.com

Manual8 Ad Code

শূন্যতার বিষাদে

এবিএম সালেহ উদ্দীন

Manual7 Ad Code

চলে যাওয়ার পর
আবার ফিরে আসি সেই ঘরে ।
শূন্যতার বিষাদে কাঁদে আসবাবপত্র
পুরনো আলমারি,
শো-কেচে সাজানো প্লেট-পিরিছ,থালাবাটি,
মেহগনি পাটাতন,শোবার ঘর, বারান্দায় কাঠের চেয়ার,
পাটি বিছানো খাঁটে পড়ে আছে শূন্য বালিশ ।
উঠোনের ওপাশে কবুতরের ফাঁকা ঘর
ম্রিয়মান বৃক্ষের ছায়ায় বিষাদ কান্না
শীর্ণ শাখায় বাজে বেদনার বাঁশী
নিস্তব্ধ রজনীতে অহর্নিশ কাঁদে ধরণী !
শূন্য কাছারি,স্মৃতিময় পুষ্পবাগান
কোলাহলহীন স্কুলঘর, মক্তব,মসজিদ
নির্বাক পুকুরজলে কলকল কান্নাধ্বনি
আগাছায় ভরা শেওলাপড়া খেলার মাঠ ।
মনে পড়ে কৈশোর
হারিয়ে যাওয়া বন্ধুজন
মগ্নকাতর বিষণ্ণতায় খুঁজে বেড়াই হারানো দিন ।
সহসা বেজে উঠবে বিদায়ের ঘন্টাধ্বনি
স্মৃতির নীলবেদনায় তাঁকিয়ে থাকে নিদ্রাহীন সাগরচোখ
শূন্যতার বিষাদে
দলামোচা হয়ে পড়ে আছে কবিতার খেরোখাতা ।
নক্ষত্রপুন্জের অচিন রাতে
ব্যাকুল বাতাসে ভাসে মোহনীয় সুর
দু’হাত বাড়িয়ে কা র যেন হাতছানি ।
কত ছবি,কত ছায়া
কত প্রীতি,কত মায়া
স্মৃতির কোলাজে
মুগ্ধতা ছড়ায়…
কিছু আলো,কিছু বাতাস
অনন্ত হিল্লোলে আপনজনের মতো
বাজায় আগমনী গান ।
তাই ত
সুবোধ বালকের মতো
সান্নিধ্যের আর্তনাদে
দাঁড়িয়ে থাকি
স্থিরনয়নে অবলোকন
করি অমৃত সমাহার
নিশীত প্রহরে ভেসে আসে
চিরায়ত মুখ
চোখ মেলে দেখি
ওদিকে
মা
দাঁড়িয়ে আছেন…

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code