সুফিয়ান আহমদ চৌধুরী-এর ছড়া “গাঁয়ের ছবি”
  প্রকাশিত হয়েছে    |  ১৫:৫২, জানুয়ারি ১৩, ২০২১
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    গাঁয়ের ছবি
সুফিয়ান আহমদ চৌধুরী
গাঁয়ের ছবি নয়ন কাড়ে
সবুজ শোভা রাঙা
নদীর পাড়ে সবুজ গাঁও
মনটা সুখে চাঙা।
নৌকায়  মাঝি টানছে  বৈঠা
দেশের গান গায়
নদীর  পাড়ে কলসি কাঁখে
সরল বধূ চায়।
জীবন নিয়ে আনন্দ কত
খুঁজছে সুখে গাঁয়
নিরব গাঁয়ে সরল জীবন
এমন করে যায়।
সকাল হলে জীবন জাগে
কাজের  পড়ে ধুম
রাতটা হলে নিঝুম গাঁও
শীতল শান্তি ঘুম।

 
										