পুলিন রায়-এর কবিতা “মেঘলার চোখে অনন্ত আকাশ”
  প্রকাশিত হয়েছে    |  ০৬:০৭, ডিসেম্বর ০৯, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    মেঘলার চোখে অনন্ত আকাশ
পুলিন রায়
সুখের নান্দিপাঠ শেষে
ঘরে ঘরে আলো উজ্জ্বল
হয়
ব্যাকুল বাতাসে আউলা
বাউলা গানের আকুলতা
সুরের নিক্কনে শুকতারাও
হারায় দিশা
ওইখানে আনন্দহাট,
ওইখানে হেমন্তগান
দুতারায় বাজে জীবনের
গান।
শুক্লা দ্বাদশীর চাঁদ জাগে
আকাশে
কোথাও কি হলো
হৈমন্তীসুখের বৃষ্টিপাত?
মেঘলার চোখেই দেখি
অনন্ত আকাশ…

 
										