সুফিয়ান আহমদ চৌধুরী-এর কবিতা “ভালোবাসা জন্মদিনে”
  প্রকাশিত হয়েছে    |  ১১:২৬, নভেম্বর ২৬, ২০২০
                               
                                        
                                        www.adarshabarta.com
    
                                    
                                        
                                    ভালোবাসা শুভদিনে
সুফিয়ান আহমদ চৌধুরী
(কবি-সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম-এর শুভ জন্মদিনে)
আগামীর দিন হোক
শুভ ফুলে ফুলে
জীবনের রাঙা দিন
খুশি মন খুলে।
আলোকিত নাগরিক
স্বপ্ন নিয়ে আলো
চলা পথ হোক শুভ
দিনগুলো ভালো।
আঁধারটা দূর হোক
কল্যাণটা চাই
ভালোবাসা শুভ দিনে
প্রিয়-কে জানাই।
কবি কবিতায় ফুটে
যেন ছন্দ সুখ
লেখা নিয়ে মেতে কবি
ঝলোমলো মুখ।
নিউ ইয়র্ক, ২৫ নভেম্বর ২০২০

 
										