প্রচ্ছদ

এই প্রবাসে: মন টানে স্বদেশে

  |  ১০:৫৩, নভেম্বর ২৩, ২০২০
www.adarshabarta.com

Manual8 Ad Code

:: সুফিয়ান আহমদ চৌধুরী ::

Manual7 Ad Code

এই প্রবাসে জীবন কষ্টের জীবন।দুখের জীবন।আবার এই প্রবাস জীবন সুখের জীবন।এই প্রবাসে এসে প্রিয় স্বদেশের প্রতি মায়া ও টান বেড়ে যায়।রোজ মনে হয় স্বদেশের কথা।স্বদেশের আত্মীয় স্বজন,প্রিয়জন ও শুভাকাংখিদের মনে হয় খুব বেশি।দেশের অতীতের স্মৃতি মনে পড়ে বার বার।

Manual4 Ad Code

প্রবাসে বাঙালি সংস্কৃতির উৎসব দেখে মন হয় উৎফুল্ল।পথমেলা, বনভোজন,আনন্দ অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে শরীক হতে মন ছুটে।মন ছুটে যায় তখন প্রিয় মাতৃভূমিতে।

Manual4 Ad Code

প্রবাসে গড়ে ওঠেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এখানে ছড়াকার-কবি-লেখকদের নিয়ে ছড়া-কবিতা পাঠ,সাহিত্য সভার আয়োজন করা হয়।
এখান থেকে বের হয় দশ/বারোটি সাপ্তাহিক পত্রিকা।দৈনিক পত্রিকার চাহিদা পূরণ করে।আয়োজন হয় নাটক-সাংস্কৃতিক অনুষ্ঠান।পাশাপাশি আয়োজন হয় ঈদ মেলা,বিজয় মেলা।আয়োজন হয় একুশের অনুষ্ঠান, পুষ্পন্জলী প্রদান করা হয় শহিদ মিনারে।

আয়োজন হয় ওয়াজ মাহফিল,মিলাদ মাহফিল।মসজিদে ধর্মীয় বিষয়ে পড়াশোনা করা হয়।
অনেক মসজিদ গড়ে ওঠেছে এই প্রবাসে।মূলতঃ
বাঙালি পাড়ায় বাঙালিদের আনাগোনা দেখে মন বাংলাদেশে।

কষ্ট-দুঃখ ভুলে প্রবাসীরা নিজ নিজ কাজে ছুটে যায়।
কাজের ফাঁকে বন্ধে পরিবার নিয়ে বিনোদনে ছুটে।মনের আনন্দে ক্লান্তি দূর করতে চায়।ছুটে যায় পার্কে।আবার কেউ কেউ ছুটে রেষ্টুরেন্টে।বাংলাদেশী স্বাদে খাবার খায় আনন্দে।

বাঙালি পাড়ায় গড়ে ওঠেছে অফিস, দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।আছে কোচিং সেন্টার,ট্রাভেলস,ল’ অফিস,ফার্মেসী,কাঁচামালের দোকান,রেষ্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা।

এই প্রবাস বলতে নিউইয়র্ক-এর কথা।আমেরিকার সবচেয়ে জনবহুল। যেখানে রয়েছে প্রচুর সুযোগ সুবিধা।ব্যস্ততা যেখানে বেশি।জনজীবনে খরচও বেশি।
চলাচলে রয়েছে ব্যাপক সুবিধা।রেল,বাস সহ যাবতীয় সার্ভিস সুবিধা।এখানে বাঙালিদের বসতি গড়ে ওঠেছে ব্যাপকভাবে।দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকান্ডও চোখে পড়ে।জ্যাকসন হাইটস,ওজন পার্ক,
এস্টোরিয়া,জ্যামাইকা,ব্রুকলেইন,ব্রনস পার্কচেস্টার সহ অনেক এলাকায় বাঙালিদের পদচারণায় মুখরিত।

এই প্রবাসে সম্প্রীতি নিয়ে প্রবাসীরা বাস করতে চান।নিজেদের পরিচয় উজ্জ্বল করতে প্রচেষ্টা রাখেন।এর মধ্যে দুঃখজনক ঘটনাও ঘটে।তা সত্বেও প্রবাসের বাঙালিরা নিজেদের সংস্কৃতি লালনে তৎপর থাকেন।
তাদের প্রত্যেকর বুকে প্রিয় স্বদেশ-প্রিয় জন্মভূমি।মন টানে স্বদেশে।মা- মাটি- মানুষকে ভুলতে পারে না।

আমার দেশ নিয়ে আমার ছড়াঃ

আমার দেশে

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual8 Ad Code

আমার দেশে পাখ পাখালি
মিষ্টি সুরে ডাকে
সবুজ শোভা ইলিক ঝিলিক
খোকন ছবি আঁকে।

আমার দেশে নীল আকাশে
রঙিন হাসে আলো
শাপলা শালুক দিঘির জলে
দূর হয় যে কালো।

আমার দেশে ধানের খেতে
দুলছে পাকা ধান
ইষ্টি কুটুম মিষ্টি কুটুম
রাঙা খুশির বান।

আমার দেশে রাখাল মাঠে
বাজায় বাঁশি সুখে
সরল বধূ কলসি কাঁখে
লাজুক হাসি মুখে।

আমার দেশে শিশির ঝরে
নরম সবুজ ঘাসে
মনটা জুড়ে কতই দোলা
স্বপ্ন মধুর ভাসে।

(লেখক: কবি সুফিয়ান চৌধুরী
নিউইয়র্ক, আমেরিকা প্রবাসী)

Manual1 Ad Code
Manual8 Ad Code