প্রচ্ছদ

কাজী আ. খ. ম মহিউল ইসলাম-এর কবিতা ‘লাল-নীলের লড়াই’

  |  ১৬:০০, নভেম্বর ১৪, ২০২০
www.adarshabarta.com

Manual3 Ad Code

লাল-নীলের লড়াই

কাজী আ. খ. ম মহিউল ইসলাম

Manual6 Ad Code

বাতেন আলী- তুরুপ আলীর
জমলো ভোটের লড়াই,
‘গণতন্ত্রের ধারক’ ওঁরা
করে থাকেন বড়াই।

Manual2 Ad Code

ভোটা-ভুটি শেষ হলে পর
গননা যেই শুরু,
কী রে বাবা! কে জিতবে!
বুকটা দুরূ দুরূ!

বাতেন আলী এই পিছিয়ে,
তুরুপ আলী আগে!
একটু পরেই বাতেন এগোয়
তুরুপ আলী রাগে!

Manual5 Ad Code

গলদঘর্ম হয়ে সবাই
যাচ্ছে গুনে ভোট,
তুরুপ আলী নিজের ঘরে
পাকায় বসে ঘোঁট।

বাতেন আলী জিতেই গেল?
তুরুপ আলী চুপ!
ভুয়া ভোটের ধোঁয়া তুলে
দেখায় ‘আসল রূপ!’

ভোটের ফল যা-ই বা হোক
“তাল গাছটা আমার”
সিংহাসনে থাকবে বসে
ইচ্ছে তো নেই নামার।

বাতেন আলী কোথায় যাবে?
পাশ করেও কি ‘ফেল?’
তুরুপ আলী ঘুমিয়ে যাবে…
নাকে দিয়ে তেল?

লাল-নীলের এই লড়াই শেষে
মুখটা সবার কালো,
এখন দেখি লাল-সবুজই
সবার চেয়ে ভালো!

(লেখক: পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক মহাপরিচালক।)

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code