প্রচ্ছদ

রাজলক্ষ্মী মৌসুমী-এর কবিতা ‘করোনা করুণা করো’

  |  ১১:১৪, সেপ্টেম্বর ১০, ২০২০
www.adarshabarta.com

করোনা করুণা করো

রাজলক্ষ্মী মৌসুমী

কঠোর নিয়মের চৌকাঠ পেরিয়ে অবশেষে আমার ঘরেই ঢুকলে? কী ভেবে এলে? প্রাণটাই কী কেড়ে নেবে?
প্রাণ যে আমার ওষ্ঠাগত।
আমায় তিলে তিলে শেষ করে দিও না যেনো।
আমি যে স্বপ্নশীলায় জল ঢেলে সতেজ করে রেখেছি রঙ্গিন স্বপ্নকে।
বহুদূর যেতে হবে, এখনও রয়েছে অনেক দায়।
বড় অসময়ে তুমি এলে। বুকের পাঁজরে অক্টোপাসের মতো চেপে আছো হৃদয়ের চারপাশ।
যেনো আমার প্রাণ যায় অবলীলায় ফেলতে পারি না দীর্ঘ শ্বাস।
কী অপরাধ করেছি জানিনা।
হঠাৎ উদ্ভূত ধূম্রজালের প্রকোপে আমায় হাতছানি দিয়ে ঠেলে দিলে মরণকোপে।
আমায় করুণা করো ভেঙ্গে দিওনা আমার আশার পরশ পাথরকে। তিল তিল করে গড়েছি সুখের হৃদয়াশ্রম। নিয়মের চৌকাঠের প্রাঙ্গনে আমি তো বেশ ছিলাম——
কিন্তু অবশেষে তুমি এলে আমায় ঘায়েল করতে।
আমি তো আছি আমার প্রিয় ঘরে।
তুমি কেড়ে নিও না আমায় পরপারে।